আগষ্ট শোকের নয়, সুখের মাস বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তার দেয়া এল লাইনের পোস্টটি ছিল, “আগষ্ট শোকের নয়, সুখের মাস”। এছাড়া তার পরের পোস্টে আসিফ মাহমুদ বলেন, ১৫ ই আগস্ট নিয়ে কোন ষড়যন্ত্র হলে’ তাদেরকে নতুন আরেকটা ১৫ ই আগস্ট উপহার দিবে ছাত্র সমাজ। ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, বঙ্গভবনের দরবার হলে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে শপথ নেন আরও ১৩ জন উপদেষ্টা। তাদের একজন হলেন আসিফ মাহমুদ।
আরও পড়ুন: শপথ নিলেন আপিল বিভাগের চার বিচারপতি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ৪ বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার ( ১৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চার বিচারপতিকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।
শপথ নেওয়া চারজন হলেন– বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।
গতকাল সোমবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ৪ জন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
চার বিচারপতি নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৬ জনে।