তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়ালা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর আজারবাইজার সফর স্থগিত করা হয়নি। বরং তিনি অন্য উপায়ে বাকুতে সফর করবেন। খবর টাইমস অব ইসলায়েল
তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে ইসরায়েলের কোনো উর্ধ্বতন কর্মকর্তার সফর নিয়ে সমস্যায় পড়ার ঘটনা এটাই প্রথম নয়।
এর আগেও ২০২৪ সালের নভেম্বর নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের কপ২৯ জলবায়ু সম্মেলনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন।
পরবর্তীতে জানা গেছে, তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেয়ায় তিনি ওই সফরে যেতে না পেরে শেষ পর্যন্ত সফর বাতিল করেন।
আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ফ্লাইট সুবিধা খুবই সীমিত। দেশটিতে যাওয়ার জন্য তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে হয়। অথবা সিরিয়া, ইরাক ও ইরানের আকাশসীমা ব্যবহার করে যেতে হয়।