Monday, June 30, 2025

ইসলামী ছাত্রশিবির সেক্রেটারির ম’র্মান্তিক মৃ’ত্যু

আরও পড়ুন

পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকালে পৌরসভাধীন দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ পৌরসভাধীন শশদিয়া গ্রামের লিটন প্রাং এর ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ছিলেন। তিনি রাজমিস্ত্রির হেলপারের কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার এসআই শফিকুল ইসলাম।

জানা গেছে, সোমবার সকালে মারুফ রাজমিস্ত্রির কাজে যায় দৌলতপুর সিদ্দিকমীরের ছেলে মামুনের বাড়িতে। সেখানে বৈদ্যুতিক ত্রুটি থাকায় কাজ করতে গেলে গ্রিলের সঙ্গে আকস্মিক বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। এ সময় মামুনের মা এগিয়ে গিয়ে মারুফকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেরে মারুফ মারা যায়। অপরদিকে মামুনের মায়ের অবস্থা খারাপ হলে তাকে পাবনা রেফার্ড করেন চিকিৎসক।

আরও পড়ুনঃ  ছেলে-মেয়ের মোবাইল দেখা নিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

খবর পেয়ে সাঁথিয়া পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কারও কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করেন থানা পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ