Saturday, July 5, 2025

ঈদুল আজহায় ৫০ শতাংশ বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

আরও পড়ুন

আগামী ঈদ-উল-আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০% উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এসংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫% উৎসব ভাতা পেয়ে থাকেন। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে টানা ৩ দিনের ছুটি

এ বিষয়ে ২১ এপ্রিল অর্থ সচিবকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার মূল বেতনের ৫০% উৎসব ভাতা প্রদানের চূড়ান্ত অনুমোদনের অনুরোধ করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল অর্থ উপদেষ্টা ও সচিব দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

এর আগে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ প্রস্তাবে গত ১৫ এপ্রিল সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

আরও পড়ুনঃ  ১৬ ঘণ্টার ব্যবধানে কমলো সোনার দাম

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০% করতে মাসে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

তবে এজন্য নতুন করে ২২৯ কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে ২২৯ কোটি টাকা সংকুলানের নির্দেশনা দেয় অর্থ বিভাগ।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যয়িত ২২৯ কোটি সংস্থান করে উৎসব ভাতা হিসেবে দিতে চূড়ান্তভাবে অর্থ বিভাগের সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  জাতির কাছে বিএনপির নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত : কাদের

এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে সরকারি ছুটির তালিকায় উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ