Tuesday, July 1, 2025

কবির বিন সামাদকে অকথ্য ভাষায় গালাগাল, সেই আব্দুর রউফ দলের কেউ নন, দাবি বিএনপির

আরও পড়ুন

আব্দুর রউফ বিএনপির দলীয় নেতা বা কর্মী নন। আব্দুর রউফকে বিএনপির সঙ্গে জড়িয়ে সব মিডিয়ায় প্রচার না করার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এক বিবৃতি এসব জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি।

এর আগে ইসলামি বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালাগাল করে আলোচনায় আসেন। বৃহস্পতিবার বিকেলে তৌহিদী জনতা ব্যানারে মানববন্ধন করেছে আলেম-ওলামারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আব্দুর রউফকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন রাশিয়ান যুদ্ধজাহাজ!

এদিকে, আব্দুর রউফের এমন কর্মকাণ্ডের বিএনপিকে জড়িয়ে সংবাদ জড়িয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সৌথ স্বাক্ষরিত এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো- গত ২৩ এপ্রিল রাতে সাতক্ষীরা জেলার আলিপুর ইউনিয়নে একটি মাহফিলে কবির বিন সামাদের সঙ্গে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফের অসৌজন্যমূলক আচরণের কারণে বিএনপিকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় যে খবর প্রচার করা হচ্ছে সেটা জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে।

আরও পড়ুনঃ  দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিএনপিকে দায়ী করলেন ওবায়দুল কাদের

সাতক্ষীরা জেলা বিএনপি এই মর্মে বিবৃতি প্রদান করছে যে, আব্দুর রউফ দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিগত আওয়ামী সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপি তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছিলেন।

যেহেতু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি বহিষ্কৃত, সেহেতু আব্দুর রউফ বিএনপির দলীয় নেতা বা কর্মী নন, সে কারণে আব্দুর রউফকে বিএনপির সঙ্গে জড়িয়ে সব মিডিয়ায় প্রচার না করার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে বিনয়ের সঙ্গে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  আজকে না হয় কাল, ফ্যাসিস্ট সরকারের পতন হবেই: আব্বাস

এর আগে, গত বুধবার (২৩ এপ্রিল) সাতক্ষীরা সদরের আলিপুর চেকপোস্ট মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামি বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত অতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে বেয়াদবসহ অকথ্য ভাষায় গালাগাল করেছে, থাপড় দিয়ে চোখ ব্রাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। এসময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তেজিত হলে আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে নেমে যায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ