Tuesday, July 1, 2025

কৃষি ব্যাংকের কক্ষ থেকে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরও পড়ুন

চাঁদপুর কৃষি ব্যাংকের একটি কক্ষ থেকে রাশেদ হোসেন (৩৫) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) দুপুর ১টায় শহরের পুরানবাজারে বাতাসাপট্টিতে ওই ব্যাংকের দ্বিতীয় তলার শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাশেদ ওই ব্যাংকের নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি হাজীগঞ্জ এনায়েতপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুর রব মিয়ার ছেলে।

স্থানীরা জানান, রাশেদ ওই ব্যাংকের একটি কক্ষে ঘুমাতেন। সকালে ঝাড়ুদার লক্ষণ কৃষি ব্যাংকের দরজা খোলা দেখতে পেয়ে রুমের ভেতরে প্রবেশ করে নিরাপত্তা প্রহরী রাশেদ হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় সে ব্যাংক থেকে নিচে এসে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি অবগত করে। পরে কৃষি ব্যাংক ম্যানেজার যুগেন্দ্র চন্দ্র পাল ব্যাংকে এসে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুনঃ  দল গঠনের পরই যে নির্বাচন চাইলেন সদস্য সচিব আখতার

পুলিশ জানায়, রাশেদ মৃত্যুর আগে কাগজে একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে তার বাবাকে উদ্দেশ্যে করে লিখেছেন ‘তোমার সম্পত্তির ভাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার কাছ থেকে লোকজন এক হাজার ৬০০ টাকা পাবে, সে টাকা পরিশোধ করবে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ নিয়ে কোনো জটিলতা করবে না।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তারপরেও আত্মহত্যা নাকি হত্যা তা পুলিশ খতিছে দেখছে। এ নিয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ