Monday, June 30, 2025

কোরবানি ঈদের বেতন-ভাতা নিয়ে যা জানাল মাউশি

আরও পড়ুন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুন (শুক্রবার) দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদে স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যেন সঠিক সময়ে বেতন-ভাতা পান সেজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুৃকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল।

ইএমআইএস সেল জানিয়েছে, ঈদুল আযহাকে কেন্দ্রে করে আগামী ২৫ মে’র মধ্যে স্কুল-কলেজে কর্মরতদের বেতন ও ঈদ বোনাসের অর্থের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষ দ্রুত চিফ অ্যাকাউন্টস অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন ব্যাংকে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে: জিএম কাদের

এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবার ঈদে বেতন-বোনাসের অর্থ ছাড়ে যেন বিলম্ব না হয়, সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। ২৫ মে’র মধ্যে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষক-কর্মচারীরা বেতন-বোনাসের অর্থ তুলতে পারবেন।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, ‘ঈদুল ফিতরের বেতন-বোনাস দিতে বিলম্ব হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। বিষয়টি শিক্ষা প্রশাসের ঊর্ধ্বতনরা অবগত হয়েছিলেন। অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। এজন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

আরও পড়ুনঃ  বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

আরও পড়ুনঃ  ‘১৩ লাখ ভারতীয় সেনাদেরই তো আমরা ভয় পাই না’

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গতকাল বুধবার থেকে এসব শিক্ষক-কর্মচারী মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ