Monday, June 30, 2025

ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতা ভুগছিলেন: ডিবিপ্রধান

আরও পড়ুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতা ভুগছিলেন। এ জন্য ডিবি কার্যালয়ে এনে কথা বলা হয়েছে তাদের সঙ্গে। রোববার (২৮ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ডিবিপ্রধান।

এ সময় তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে, এ নিয়ে কথা হয়েছে। তাদের কথা শোনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানানো হয়। পরে উদ্বেগ দূর হয়েছে তাদের।

আরও পড়ুনঃ  হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়?

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএমপির ডিবি টিম সবসময় বদ্ধপরিকর বলেও জানান হারুন অর রশিদ।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেয়ার কথা জানায় ডিএমপির গোয়েন্দা বিভাগ। জানা যায়, রোববার ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তুলে নেয়া হয় তাকে।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদেরও নিরাপত্তার কারণে হেফাজতে নেয় ডিবি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ