Tuesday, July 1, 2025

ছেলের সামনে বাবাকে গু*লি করে হ*ত্যা, সিসিটিভিতে ধরা পড়ল ভয়ংকর দৃশ্য

আরও পড়ুন

ভারতের রাজধানী দিল্লিতে ছেলের সামনে বাবা ও তার ভাগনেকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। ভয়ংকর এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিল্লির শাহদারায় নিজ বাসভবনের বাইরে ছেলে ও ভাগনের সঙ্গে দীপাবলি উদযাপন করছিলেন আকাশ শর্মা।

এ সময় একব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাদের ওপর গুলি চলায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৮টার দিকে শাহদারার ফরস বাজার এলাকায় ৪৪ বছর বয়সী আকাশ শর্মা, তার ভাগনে ঋষভ শর্মা (১৬) এবং ছেলে কৃষ শর্মাকে (১০) নিয়ে তাদের বাড়ির বাইরে সরু রাস্তায় পটকা ফোটাচ্ছেন।

আরও পড়ুনঃ  ‘এদের ছেড়ে আমি একা কবরে কেমনে যাবো’

তখন দুইজন ব্যক্তি একটি টু-হুইলারে এসে একজনকে আকাশ শর্মার পা স্পর্শ করতে দেখা যায়। অপর একজন সেখানে দাঁড়িয়ে ছিল, কয়েক সেকেন্ড পরে সে আকাশ শর্মাকে লক্ষ করে প্রায় পাঁচ রাউন্ড গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ছেলে আহত হয়।

হামলার পর বন্দুকধারীদের ধরতে তাদের পেছনে ছুটলে আকাশের ভাগনেকেও গুলি করে হত্যা করা হয়। পুলিশ বলছে, ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ