Wednesday, July 2, 2025

জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড রিভিউ আবেদনের শুনানিতে যা হলো

আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি শুরু হয়েছে। আংশিক শুনানির পর বুধবার পর্যন্ত শুনানি মুলতুবি করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার সকাল সোয়া দশটায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ আবেদনটির শুনানি শুরু হয়।

এ দিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুনঃ  লড়াই শেষ, মারা গেছেন অভিনেত্রী সীমানা

পরে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার বলেন, “কোর্টের উপর চাপ প্রয়োগের কোন প্রশ্নই ওঠে না। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আমরা ন্যায়বিচার প্রত্যাশী। এটা সাব-জুডিশ ম্যাটার। আমরা ন্যায়বিচারের জন্যই অপেক্ষা করতেছি।”

শুনানি পর্যবেক্ষণ করার জন্য তিনি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।

“আগামীকাল শুনানি শেষে নিশ্চয়ই আদালত কোন আদেশ দেবেন। কোর্ট সিদ্ধান্ত নেবে, আদালতের জুলুমের বিরুদ্ধে ইনশাআল্লাহ ন্যায়বিচার আমরা পাবো” বলেন মি. পরওয়ার।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু

পাঁচই অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতারা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ সমাবেশ করছে।

মি. ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার আদালতে অবস্থান কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

এরই মধ্যে গত সপ্তাহের বৃহস্পতিবার রিভিউ আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে। পরে সেটি আজ মঙ্গলবার শুনানির দিন ঠিক করা হয়।

আরও পড়ুনঃ  'এটা আমার লাস্ট বিসিএস ছিল, আমাকে মেরে ফেলেন ভাই'

এরই প্রেক্ষাপটে সোমবার রাতেই স্বেচ্ছা গ্রেপ্তারের কর্মসূচি স্থগিত করেন জামায়াতের আমির মি. রহমান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ