Monday, June 30, 2025

ঢাকা মহানগর, জবি, পলিটেকনিক ও পাঁচটি কলেজে ছাত্র*দলের কমিটি

আরও পড়ুন

ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সহযোগী এ ছাত্র সংগঠনটির ভেরিফায়েড পেজে এসব কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি পাওয়া ইউনিট গুলো হলো– ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা। বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে জগন্নাথ। আর ঢাকা পলিটেকনিকসহ বাকি কলেজগুলো হচ্ছে– ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও তেজগাঁও কলেজ।

ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন।

ঢাকা মহানগর উত্তর

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।

আরও পড়ুনঃ  ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

মহানগর দক্ষিণ

ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের দশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি শামীম মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।

ঢাকা মহানগর পূর্ব

ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি হয়েছেন মো: সোহাগ ভূঁইয়া, সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল হান্নান মজুমদার।

ঢাকা মহানগর পশ্চিম

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি মোহাম্মদ রবিন খান, সাধারণ সম্পাদক মো. আকরাম আহমেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১৯ সদস্য বিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন। ১৮ জন যুগ্ম-আহবায়ক হলেন, জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মো: মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন, শামিম মিয়া। এছাড়াও ৭ জনকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুনঃ  সব পুলিশের ছুটি বাতিল, প্রস্তুত মিসাইল—কী করতে যাচ্ছে ভারত?

ঢাকা কলেজ

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক হলেন পিয়াল হাসান, সদস্য সচিব মো. মিল্লাত হোসেন। ১৯ জন যুগ্ম-আহবায়ক শাহাবউদ্দিন ইমন, বোরহান উদ্দিন ইশরাক, মামুনুর রহমান মামুন, ইমরান হোসেন রাজ, মো: জামাল আহমেদ জেনিন, মেহেদী হাসান মাহী, রাশেদুল আমীন, রাকিবুল ইসলাম রাকিব, আশিকুর রহমান জুহিন, আনিসুর রহমান আনিস, মো: জিয়াউর রহমান খন্দকার, সোহরাব আহমেদ সজীব, মো: মাজহারুল ইসলাম (সুমন দরজী), গোলাম রাব্বানী, আবু সাঈদ রাকিব, মো: ইজাবুল মল্লিক, জুলহাস উদ্দিন জনি, হাসনাইন আহমেদ রাব্বি, মো: সোহাগ নিলয় প্রমুখ।

তিতুমীর কলেজ

আরও পড়ুনঃ  হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা কি সত্যিই বলেছেন ট্রাম্প?

ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২ জন সদস্য করা হয়েছে।

কবি নজরুল

ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসান সদস্য সচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য রয়েছে।।

সরকারি বাঙলা কলেজ

আহবায়ক মো. মোখলেসুর রহমান, সদস্য সচিব ফয়সাল রেজা।

তেজগাঁও কলেজ

৩২ সদস্য বিশিষ্ট তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আহবায়ক হয়েছেন তরুণ মোর্শেদ, সদস্য সচিব হয়েছে মো: সেলিম হোসেন।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছে ।সভাপতি মো. সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ