Monday, June 30, 2025

নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে: ট্রাম্প

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইসরায়েলে সঙ্গে সম্পর্ক নিয়ে এক চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) আমেরিকান পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে তিন ঘণ্টার একটি সাক্ষাতকার দেন ট্রাম্প। সেখানে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্কসহ কমলাকে নিয়ে বিশদ আলোচনা করেন। খবর জেরুজালেম পোস্ট

মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট বলেছেন, পৃথিবীতে ধ্বংসযজ্ঞের শুরুই হবে মধ্যপ্রাচ্যে। নবীরাই এমন কথা বলে গেছেন। তিনি বিশ্বাস করেন যে, অঞ্চলটি সম্পর্কে নবী এবং ভবিষ্যদ্বক্তারা যা বলে গেছেন তা ফলে যাবে। এ সময় তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যই সেই জায়গা যেখানে ‘পৃথিবী শেষ হয়ে যাবে।’

আরও পড়ুনঃ  পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি

ইউটিউবে প্রকাশের একদিন পরই ‘জো রোগান এক্সপেরিয়েন্স’—শীর্ষ পডকাস্টে ট্রাম্পের বক্তব্য ২ কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছেন।

তিন ঘণ্টার এই আলোচনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের সমালোচনা করেন। তার অভিযোগ, ইসরায়েল-হামাস যুদ্ধের সময় তেল আবিবকে ‘কিছু না করার জন্য’ বলেছিলেন এই দুজন।

ওই সাক্ষাতে ট্রাম্প ইসরায়েলের প্রশংসা করেছেন। কারণ ইসরায়েল বাইডেনের কথা না শুনেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, আমার মনে হয়, ইসরায়েল যদি বাইডেনের কথা শুনত, তবে এখন তাদের মাথার ওপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।

আরও পড়ুনঃ  আসল ‘মাস্টারমাইন্ড’ জয় হলে আশ্চর্যের কিছু থাকবে না: সোহেল তাজ

এ সময় ট্রাম্প আরও বলেন, ‘বাইডেন এত কিছুতে ভুল করেছেন! আমি মনে করি, এটাও বলতে হবে যে, তিনিও (কমলা হ্যারিস) ভুল করেছেন। কারণ, জানেন তো, তারা সব সময় একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ