Monday, June 30, 2025

নির্বাচনের রোডম্যাপ নিয়ে যা জানালেন মাহফুজ আলম

আরও পড়ুন

নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কারে খুব দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে। তারা ঠিক করবে কমিশনার কারা হবেন। কমিশনাররা রাজনৈতিক দলের সাথে কথা বলে নির্বাচনের রোডম্যাপ তৈরি করবেন।

শনিবার (১৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফায় সংলাপ শেষে ব্রিফিংয়ে এসব জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

তিনি বলেন, ১৪ দল বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবগুলো রাজনৈতিক দলগুলো সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। সরকার এককভাবে সিদ্ধান্ত নেবে না।

আরও পড়ুনঃ  ‌গুলি ঢোকে ডান চোখে, বেরিয়ে যায় মাথার পেছন দিয়ে

মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন- শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পোশাক খাতের অস্থিরতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা অগ্রগতি সাধন করছি।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণহত্যার সাথে জড়িতরা কিভাবে পালিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ