Monday, June 30, 2025

বনশ্রীতে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নতুন মোড়

আরও পড়ুন

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় বাসার দারোয়ানকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রামপুরা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, আনোয়ার বাসায় প্রবেশের সময় দারোয়ান গেট খুলতে অস্বীকৃতি জানায়। এরপর মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাকে ঘিরে ফেলে, ব্যাগ ছিনিয়ে নেয় এবং গুলি করে পালিয়ে যায়।

আনোয়ার জানান, তার ব্যাগে ১৪০-১৫০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিল। তিনি বারবার গেট খুলতে বললেও দারোয়ান তা করেননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ‘মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার ৬০ শতাংশ ভবন’

সর্বশেষ সংবাদ