যশোরের মনিরামপুরে গলায় লিচু আটকে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুর নাম মায়াজ হাসান। সে মনিরামপুর পৌর এলাকার জুড়ানপুর কাজীপাড়ার স্কুলশিক্ষক আইনুল হকের ছেলে।
আইনুল হক জানান, ‘বিকেলে আমার সঙ্গে বসে ছেলে লিচু খাচ্ছিল। এ সময় হঠাৎ ওর গলায় লিচু আটকে গেলে ছেলের নিশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমরা দ্রুত ছেলেকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে পাঠান। যশোরে নেয়ার পথে ছেলে মারা গেছে।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) হুমায়ুন রশিদ বলেন, ‘গলায় লিচু আটকে যাওয়ার পর বিকেলে শিশুটিকে আমাদের হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যশোরে নেয়ার পথে শিশুটি মারা গেছে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘গলায় লিচু আটকে শিশু মৃত্যুর খবর আমাদের জানা নেই।’