Tuesday, July 1, 2025

‘মেইন রাস্তায় উঠলে রিকশা লইয়া যাক, কিন্তু ভিতরে আমাগো চালাইতে দিতে হইবো’

আরও পড়ুন

অটোরিকশা চালকদের একটিই দাবি – মূল সড়কে না হোক ভিতরের রাস্তায় তাদের ব্যাটারিচালিত রিকশা চালাতে দিতে হবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর ১০ এলাকায় অবস্থানকালে চ্যানেল 24 কে এমনটাই জানান এক ব্যাটারিচালিত রিকশা চালক।

তিনি আরও বলেন, ‘আমাদের একটাই দাবি ভিতরের রাস্তায় আমাগো চালাইতে দিতে হইবো। মেইন রাস্তায় গেলে রিকশা আটকায় রাখুক, লইয়া যাক কোনো সমস্যা নাই। কিন্তু ভিতরের রাস্তায় চালানোর পার্মিশন দেয়া লাগবো।’

এদিকে দুপুরে মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে অবস্থান নেয়া রিকশাচালকদের ধাওয়া দেয় সেনাবাহিনী। পরে তারা সেখান থেকে সরে গিয়ে আশপাশের সড়কে অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  যুবদলকর্মীর নেতৃত্বে কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে হামলা

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে থেকে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন।

এর আগে গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতের ওই নির্দেশনার পর পরের দিন বুধবার (২০ নভেম্বর) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা চালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রিকশা চালকরা ওইদিন কয়েক ঘণ্টা রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে আন্দোলন করেন। তাতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ