Monday, June 30, 2025

রোববার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখতে মুসল্লিদের আহ্বান জানাল সৌদি আরব

আরও পড়ুন

পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে স্থানীয় মুসল্লিদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। রোববার (১০ মার্চ) শাবান মাসের ২৯ দিন শেষ হবে। সে অনুযায়ী এদিন সন্ধ্যার আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। এজন্য স্থানীয় বাসিন্দাদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। খবর গালফ নিউজ

চাঁদ দেখার মাধ্যমে রমজান শুরু হবে। এজন্য চাঁদ দেখার অনেক তাৎপর্য রয়েছে। কারণ পবিত্র রমজানের মাস মুসলিমদের মাঝে ঐক্য ও ভ্রতৃত্ববন্ধন তৈরি করে এবং মহান আল্লাহর নৈকট্য অর্জনের মাস পবিত্র রমজান।

আরও পড়ুনঃ  বাংলাদেশ নিয়ে যে সতর্কবার্তা দিলো চীন

সৌদির সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুসল্লিরা খালি চোখ এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ কোর্টের কাছে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

পবিত্র রমজান মানবজাতির জন্য রহমত ও বরকতের মাস। এ মাসে আল্লাহ তার বান্দাদের বেশি বেশি ক্ষমা ও দয়া প্রদর্শন করেন।

এদিকে পবিত্র রমজানে মসজিদের মধ্যে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ