Monday, June 30, 2025

সিডনিতে শপিংমলে ছুরি হামলা, নিহত অন্তত ৬

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে ছুরি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর গার্ডিয়ানের।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, শপিংমলে অনেক ভিড় ছিল। হঠাৎ এক ব্যক্তি ছুরি নিয়ে শপিংমলে ঢুকে পড়েন। তিনি যাকে সামনে পেয়েছেন তাকেই এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, এই হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মুসলিম দেশ জর্ডান কেন ইসরায়েলকে সাহায্য করছে?

হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এরপর পুরো শপিংমল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। মলের ভেতরে থাকা লোকজনকে দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। তবে, এই হামলাকারীর পরিচয় এখনো জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একট বড় আকারের ছুরি নিয়ে শপিং কমপ্লেক্স থেকে এক ব্যক্তি দ্রুত বেরিয়ে যান। অনেককেই তার আশপাশে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার ভয়াবহ এমন দৃশ্য দেখে অনেকে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকেন।

আরও পড়ুনঃ  প্রতারণার অভিযোগে স্বামীসহ যুব মহিলা লীগ নেত্রী মিম গ্রেপ্তার

ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে বলেন, ‘আমরা হঠাৎ দেখলাম এক ব্যক্তি তাড়াহুড়ে করে মলে ঢুকে এক নারীর দিকে দৌড়ে গেল। ওই নারীর সঙ্গে একটি শিশুও ছিল। তারপর ওই ব্যক্তি ফের দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর কাছে ছুটে গিয়ে দেখলাম, তারা গুরুতর আহত হয়েছেন। নিজেদের শার্ট ছিঁড়ে তাদের রক্তপাত থামানোর প্রাথমিক চেষ্টা করেছিলাম। পরে জানতে পারি, আহত ওই নারী ও শিশু মারা গেছেন।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ