Monday, June 30, 2025

৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালায় নাই , বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল: রুমিন ফারহানা

আরও পড়ুন

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, একটি দল ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালানোর দাবি করছেন। কিন্তু ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালায় নেই। এটি বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণ-বিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছে।

বর্তমান সংস্কার নিয়ে যারা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা জনাবো তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত হয়েছে। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভারতকে পরিণাম ভোগ করতে হবে’

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে না। এ গণতন্ত্রের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছেন। বিএনপির আন্দোলন এখনও থেমে নেই। ভোটের দাবি আদায় পর্যন্ত নেতাকর্মীদের রাজ পথে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে বেলা ১১টার দিকে জেলা ইনডোর স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ