Wednesday, June 25, 2025

৩ ঘণ্টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড় বইতে পারে

আরও পড়ুন

দেশের আট জেলার ওপর দিয়ে বৃষ্টির সঙ্গে ঝড় বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
শনিবার (১৭ মে) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, রাজশাহী, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, শেরপুর জেলার কিছু স্থানে রাত ১১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথভা বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন
এদিকে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুনঃ  ৫০০ টাকার লোভে শিশুকে ধাক্কা, ব্রহ্মপুত্র থেকে মরদেহ উদ্ধার

এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বান্দরবান জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ