Thursday, July 3, 2025

বিদ্যালয়ে ছুটি নিয়ে নতুন চিন্তাভাবনা

আরও পড়ুন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একেক অঞ্চলে একেক সময়ে স্কুলে ছুটি নির্ধারণ করার কথা ভাবছে সরকার। ইতিমধ্যে সারা দেশে একযোগে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেয়ার যে নিয়ম প্রচলিত আছে, তা পরিবর্তনের জন্য আলোচনাও হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব তথ্য জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।

প্ল্যান ইন্টারন্যাশনাল জাপানের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ স্কুল অ্যান্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস (জিআরএসসিএসআই) প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  আবারও আত্মহত্যা? রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. ফরহাদুল ইসলাম বলেন, সারা দেশে এখন একই সময়ে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেয়া হয়। এটি পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে।

এনসিটিবির চেয়ারম্যান বলেন, প্রয়োজন অনুযায়ী যদি কয়েকটি এলাকায় শীতকালীন ছুটির সময় পরিবর্তন হয়, তাহলে উত্তরবঙ্গসহ বেশ কয়েকটি এলাকায় সঠিক সময়ে বন্ধ পাবে শিক্ষার্থীরা। এছাড়া গ্রীষ্মকালীন এবং বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময় ছুটি পাবে। এ বিষয়ে শিগগিরই রূপরেখা আসবে।

ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ