Monday, June 30, 2025

সাবেক এসবিপ্রধান মনিরুলের খোঁজ জানা গেছে

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর সুযোগ বুঝে অনেকেই পালিয়ে যান বিভিন্ন দেশে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম। অবশেষে তার অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার (০৬ অক্টোবর) রাতে এক পোস্টে মনিরুল ইসলাম ভারতের দিল্লিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন জুলকারনাইন।

ফেসবুক পোস্টে কয়েকটি ছবি দিয়ে তিনি লেখেন, পলাতক এসবি প্রধান (সাবেক) মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র।

আরও পড়ুনঃ  ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

তিনি আরও লেখেন, ভারতের রাজধানী দিল্লির কণট প্লেসের একটি গ্রোসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দি করেন তিনি।

জুলকারনাইনের দাবি, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা।

এ বিষয়ে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আরও পড়ুনঃ  ৩২ এর পরের করণীয় বলে দিলেন ফরহাদ মজহার

এদিকে ছবিতে দেখা গেছে, পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ভারতের একটি গ্রোসারি স্টোরে কেনাকাটা করছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ