Monday, June 30, 2025

বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর

আরও পড়ুন

এবার প্রশাসনসহ সরকারেও বিএনপি জামায়াতের আধিপত্য, এই আধিপত্য কায়েম করা চলবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ ১২ অক্টোবর শনিবার “নির্বাচন ব্যবস্থা সংস্কার কেমন চাই” শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদানের সময় গণঅধিকার পরিষদ এর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি বলেন।

এ সময় নুরুল হক নুর বলেন, কোন নির্দিষ্ট দলের আধিপত্য থাকলে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। সরকারের কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা যাবে না।বিস্তারিত পড়ুন 👇

আরও পড়ুনঃ  ফরিদপুরে পুলিশ জনতা সংঘর্ষে আহত অর্ধশত

আরও পড়ুনঃ সারাদেশে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সারাদেশে ৩১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর ম্যধ্যে রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।

শনিবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজয়া দশমী / মণ্ডপে বিষাদের সুর, প্রতিমা বিসর্জন আজ

আরও পড়ুনঃ  ‘জীবনযুদ্ধে আমি পরাজিত’ স্ট্যাটাস দিয়ে জীবন দিলেন শিক্ষক

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সর্বমোট ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যাতে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারেন সেজন্য পূজামণ্ডপের আশপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু

অন্যদিকে রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবির ঢাকা সেক্টরের তত্ত্বাবধানে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ