Sunday, July 6, 2025

ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৪৬ জন নিহত

আরও পড়ুন

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। রাজধানী খার্তুমের উপকণ্ঠে মঙ্গলবার রাতে সামরিক বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্যে ১৯ জনের মৃত্যর কথা জানানো হলেও পরে দেশটির সরকার জানিয়েছে, এ দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম নিউজ সেন্ট্রাল জানিয়েছে, ওয়াদি-সেদনা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। এতে দেশটির বেশ কয়েকজন সেনা কর্মকর্তারা ছাড়াও বেসামরিক কর্মকর্তারা ছিলেন। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  তালাক দেয়া স্ত্রীর সঙ্গে যোগাযোগ নিয়ে দ্বন্দ্ব, বাবাকে খুন করলো ছেলে

খবরে বলা হয়, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয় সেটি একটি আবাসিক এলাকা। উড্ডয়নরত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিকল হয় এবং বাড়ি-ঘরের উপরেই ভেঙে পড়ে। এতে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। বিমান দুর্ঘটনায় যে ৪৬ জন নিহত হয়েছেন তাদের মধ্যে বাড়ির বাসিন্দারা আছেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, চূড়ান্ত গণনা শেষে নিহতের সংখ্যা ৪৬ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং দমকলবাহিনী দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আরও পড়ুনঃ  যেখানে খুশি যান, ভারতে না-এলেই হলো!

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাতে হঠাৎ তারা বিকট শব্দ শুনতে পান। এরপর দেখেন বাড়িঘরের ওপর বিমান আছড়ে পড়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে বড় এলাকাজুড়ে আগুন ধরে গেছে। এসময় আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০২৩ সালের এপ্রিল থেকে আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে লড়াই করছে সুদানের সেনাবাহিনী। দুই বাহিনীর এই লড়াইয়ে সবচেয়ে বিপদে পড়েছেন সাধারণ মানুষ। কয়েকদিন আগে আরএসএফ সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করে। এরপরই সেখানে আরেকটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ