Monday, June 30, 2025

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন রাশিয়ান যুদ্ধজাহাজ!

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন রাশিয়ান যুদ্ধজাহাজ!
চট্টগ্রাম, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে শুভেচ্ছা সফরে এসে ভিড়েছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ।ররিবার(১৩ এপ্রিল) জাহাজ তিনটি চট্টগ্রাম পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এসে পৌঁছেছে। বর্তমানে চলছে নোঙর করার আনুষ্ঠানিকতা।

চার দিনের এ সফরে যুদ্ধজাহাজগুলোতে অবস্থানরত নাবিক ও নৌবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশ ও রাশিয়ার নৌ কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে মতবিনিময় করবেন। একইসঙ্গে ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরির মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রামের নৌবাহিনীর কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  এনআইডি সংশোধনে বড় সুখবর দিল নির্বাচন কমিশন!

মূলত তিনটি যুদ্ধজাহাজ এই সফরে অংশ নিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রদূত চট্টগ্রামে এসে উপস্থিত থেকে যুদ্ধজাহাজ তিনটিকে স্বাগত জানান। একইসঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা, যুদ্ধজাহাজ পরিদর্শন করেন। নাবিকরা তাদেরকে আন্তরিক অভ্যর্থনা জানান।

এছাড়াও, নৌবাহিনীর বাদ্যযন্ত্র দল বিভিন্ন সুর ও সংগীতের মাধ্যমে অতিথিদের স্বাগত জানায়। বর্তমানে তিনটি যুদ্ধজাহাজ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করছে। এরপর শুরু হবে বৈঠক ও অন্যান্য নির্ধারিত কার্যক্রম।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ