Monday, June 30, 2025

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

আরও পড়ুন

মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল ফিতর শেষ হওয়ার পরই কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে তা নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লেষণ।

যদিও মধ্যপ্রাচ্যের দেশ পবিত্র ঈদুর আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে অনেক আগে। এবার সেই পথে হেঁটেছে পাকিস্তানও। ঘোষণা করা হয়েছে ঈদুল আজহার সম্ভব্য তারিখ। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, প্রাথমিক গণনা অনুযায়ী পাকিস্তানে কুরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।

আরও পড়ুনঃ  অটোরিকশা ব্যর্থ, এবার ঢাকা দখলের পরিকল্পনায় বস্তিতে আত্মগোপনে আ.লীগ নেতাকর্মীরা!

এদিকে জ্যোতির্বিদরা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছেন। দেশটির আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আর সে হিসেবে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার।

ঈদুল আজহা মুসলিমদের বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর জন্য তার পুত্রকে উৎস্বর্গ করতে চেয়েছিলেন। তার সেই নিষ্ঠার স্মৃতি স্মরণ ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ বিশ্বের সব মুসল্লি গরু, ছাগল, ভেড়া ও উট ছাড়া অন্যান্য হালাল পশু কুরবানি করে থাকেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ