Wednesday, July 2, 2025

এবার দ্বিগুণ হলো শিক্ষকদের উৎসব ভাতা

আরও পড়ুন

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন।

আগামী ঈদুল আজহা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এত দিন তারা ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। তবে কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ হারে এই ভাতা পান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে এক পোস্টে ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুনঃ  যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, শিক্ষকদের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত ২২৯ কোটি টাকা লাগবে।

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান।

এর আগে সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বের শেষ দিনে শিক্ষকদের সুখবর দিয়েছিলেন।

গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়ে অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছিলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী পবিত্র ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে।

আরও পড়ুনঃ  দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে: জিএম কাদের

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, তাদের আওতাধীন শিক্ষকদের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত ২২৯ কোটি টাকা লাগবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ